নূরে-আলম রনি, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের একদিন পর গণি মিয়া (৩০) নামে এক যুবকের মাথা ও হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ শনিবার সকালে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে গণি মিয়া নিখোঁজ হন। দীর্ঘ সময় পরও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সহায়তা চান। শনিবার সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান এবং মাথা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ শনাক্ত করেন।
গণি মিয়ার পরিবারের অভিযোগ, গণি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে।
নরসিংদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।