১২ বছর শিকলবন্দী জীবন, ভাইবোনের পাশে দাঁড়ালেন কটিয়াদীর ইউএনও

এই সহায়তায় কিছুটা স্বস্তি পেয়েছে পরিবারটি। ইউএনওর এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
১২ বছর শিকলবন্দী জীবন, ভাইবোনের পাশে দাঁড়ালেন কটিয়াদীর ইউএনও
১২ বছর শিকলবন্দী জীবন, ভাইবোনের পাশে দাঁড়ালেন কটিয়াদীর ইউএনও |ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গণেরগাঁও গ্রামের দরিদ্র দিনমজুর ফজলু মিয়ার দুই সন্তান আছমা খাতুন (২৮) ও জাহাঙ্গীর (২৫)। দীর্ঘ ১২ বছর ধরে তারা মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিকলবন্দী হয়ে জীবন কাটাচ্ছিলেন। অসচ্ছল পরিবারের পক্ষে তাদের চিকিৎসা করানো সম্ভব ছিল না। ছেড়ে দিলে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর আশঙ্কায় বাধ্য হয়েই তাদের শিকলে বেঁধে রাখতে হতো।

এমন মানবেতর পরিস্থিতির কথা জানতে পেরে এগিয়ে আসেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম। স্থানীয় সাংবাদিক মাসুম পাঠানের মাধ্যমে খবর পেয়ে ইউএনও নিজে ঘটনাস্থলে গিয়ে তাদের শিকল খুলে অ্যাম্বুল্যান্সে করে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করেন। একইসাথে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তাদের হাতে নগদ আর্থিক সহায়তাও তুলে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এবং সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের এ সময় উপস্থিত ছিলেন।

ইউএনও মাইদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরই মানবিক দিক বিবেচনায় দ্রুত ব্যবস্থা নিই। সরকার সবসময় জনগণের পাশে রয়েছে।

এই সহায়তায় কিছুটা স্বস্তি পেয়েছে পরিবারটি। ইউএনওর এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।