মাদরাসাছাত্রীকে ধর্ষণ

নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতারের দাবি ইমাম পরিষদের

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শিবপুর উপজেলা পরিষদের সামনে শিবপুর উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
নারায়ণ চন্দ্রের (ডানে) গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নারায়ণ চন্দ্রের (ডানে) গ্রেফতারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্র পালকে (৫০) গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শিবপুর উপজেলা পরিষদের সামনে শিবপুর উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় মানববন্ধন শেষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর (ওসি) স্মারকলিপি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরের দিকে শিবপুরে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র পালের বিরুদ্ধে। তিনি কুন্দারপাড়া কুমার বাড়ির পরলোকগত সুভাষ চন্দ্র পালের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর নারায়ণ চন্দ্র পালের বাড়িঘর ভাঙচুর করে উত্তেজিত জনতা ও ভুক্তভোগীর স্বজনরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বুধবার (৯ এপ্রিল) ওই শিক্ষার্থীর বাবা শিবপুর মডেল থানায় মামলা করেছেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, ওই কিশোরী স্থানীয় একটি মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি আম গাছ থেকে আম পেড়ে আনতে গেলে প্রতিবেশী নারায়ণ চন্দ্র পাল কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চাচি ঘটনাটি দেখে ফেললে নারায়ণ চন্দ্র দৌড়ে পালিয়ে যায়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন জানান, স্মারকলিপি পেয়েছি। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘ভুক্তভোগীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।