বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রের সকল সেক্টর থেকে বৈষম্য, দুর্নীতি, শোষণ ও ঘুষ দূর করতে বদ্ধপরিকর থাকবে। সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ে কাজ করবে ইনশাআল্লাহ্।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়র মাটিকাটা ইউনিয়ন আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিকাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলার অফিস সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মাটিকাটা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আনোয়ারুল করিম প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শুধুমাত্র কাজের মাধ্যমে বিজয় অর্জন সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য কামনা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘শোষিত ও বঞ্চিতদের হাহাকার দূর করার জন্য কাজ করতে হবে। আর সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম দূর করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই । ইসলামী সমাজ ব্যবস্থায় ধনী-দরিদ্র, কৃষক-শ্রমিক সকলের অধিকার সুরক্ষিত হবে।’