লংগদুর ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

লংগদুতে ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বরে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
রাঙ্গামাটির লংগদুর ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
রাঙ্গামাটির লংগদুর ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদুতে ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ।

রোববার সংগঠনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে বলেন, নিরীহ ৩৫ কাঠুরিয়াকে হত্যার পর থেকে তাদের পরিবার আজও ন্যায়বিচার পায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হিসেবে উপস্থিত ছিলেন ।