কপোতাক্ষ নদের চর থেকে শিকলে বাঁধা লাশ উদ্ধার

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কয়রা (খুলনা) সংবাদদাতা
একব্যক্তির লাশ উদ্ধার
একব্যক্তির লাশ উদ্ধার |নয়া দিগন্ত

খুলনার কয়রায় কপোতাক্ষ নদের চর থেকে গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কয়রা থানা পুলিশ জানায়, চাঁদআলী সেতুর নিচে একটি বাঁশের খুঁটির সাথে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা লাশটি শনাক্ত করেন। ওই ব্যক্তি কয়রা উপজেলার নারানপুর গ্রামের মনজেল সানার ছেলে মজিদ সানা।

নিহত ছেলে সাইদ সানা বলেন, সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ঘরে ফিরেননি। সকালে জানতে পারি, বাবার লাশ নদীর চরে পাওয়া গেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’