প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটর (বারি) উদ্যোগে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বিজ্ঞানী-কর্মকর্তাদের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৪-২০২৫ বাস্তবায়নের (ফিডব্যাক) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) আয়োজিত ওই প্রশিক্ষণে বারি’র ৫০ জন বিজ্ঞানী-কর্মকর্তা অংশ নেন।
পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: মতিয়ার রহমান।
ওই কর্মশালায় কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো: আবদুর রাজ্জাক।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো: ইমরান খান চৌধুরী।
উল্লেখ্য রাষ্ট্রীয়ভাবে প্রজাতন্ত্রের কর্মকর্তা/কর্মচারী তাদের স্ব স্ব ক্ষেত্রে মান উন্নয়ন এবং দায়িত্বশীলতা বাড়াতে এ কার্যক্রম চালু হয়, যা চলমান রয়েছে।