বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা
নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের বিভিন্ন এলাকায় বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মোরশেদ মিল্টনের রঙিন ব্যানার ও পোস্টারে ভরে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও অলিগলি।
সরেজমিনে দেখা গেছে, শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস, মাঝিড়া স্ট্যান্ডসহ গাবতলী উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে এসব ব্যানার ও পোস্টার টানানো হয়েছে, যা পথচারীদের দৃষ্টিগোচর হচ্ছে সহজেই।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও এভাবে প্রকাশ্য প্রচারণা চালানো কমিশনের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এতে নির্বাচনের সমতা ও সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।



