কুমিল্লায় ভূমিকম্পে অজ্ঞান ৮০ নারী

ভূমিকম্পের সময় দু’টি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
কুমিল্লায় ভূমিকম্প।
কুমিল্লায় ভূমিকম্প। |নয়া দিগন্ত

কুমিল্লায় ভূমিকম্পে ভয়ে ইপিজেডের কর্মরত অন্তত ৮০ জন নারী ভয়ে অজ্ঞান হয়ে গেছেন। তাদের মধ্যে পাঁচজন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্পন অনুভূত হয়।

আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্পের সময় দু’টি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হননি কেউ৷ তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝে পড়েছিলেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি দালানে ফাটল ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।