রংপুর মহানগরীর ৯টি স্পটে জামায়াতের মানববন্ধন

‘পিআর পদ্ধতিতে সরকারে গিয়ে কেউ স্বৈরাচার হতে পারবে না’

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেছেন, ‘পিআর পদ্ধতিতে সরকারে গিয়ে কেউ স্বৈরাচার হতে পারবে না’।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর মহানগরীর ৯টি স্পটে জামায়াতের মানববন্ধন
রংপুর মহানগরীর ৯টি স্পটে জামায়াতের মানববন্ধন |নয়া দিগন্ত

‘পিআর পদ্ধতিতে সরকারে গিয়ে কেউ স্বৈরাচার হতে পারবে না’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর নয়টি স্পটে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই আগামী নভেম্বর মাসে গণভোট এবং ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

এর আগে বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত রংপুর মহানগরীর সিও বাজার, মেডিক্যাল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, কাচারি বাজার, শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড়, মর্ডান মোড়সহ নগরীর বিভিন্ন স্থানে একযোগে এই মানববন্ধন করে জেলা ও মহানগর জামায়াত। হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন। দাবি বাস্তবায়নে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন তারা।

মানববন্ধনে রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল ছাড়াও মহানগর আমির এ টি এম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় পরিচালক আবুল হাশেম বাদল, মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি থাকবে না। ক্ষমতায় গিয়ে কেউ স্বৈরাচার হতে পারবে না। সব দল একসাথে হয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে।’

বেলাল আরো বলেন, ‘পিআর দাবি শুধু জামায়াত নেতাকর্মীদের দাবি নয়। এই দাবি এখন বাংলার প্রতিটি জনগণের। যারা পিআর পদ্ধতিতে নির্বাচনে যেতে ভয় পায়। ভবিষ্যতে স্বৈরাচারী হওয়ার আকাঙ্ক্ষা থাকে তাদের। পিআর পদ্ধতিসহ জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমানের মাধ্যমে আগামী নভেম্বর মাসে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।