সমাবর্তন উপলক্ষে সিলেটে লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা

সভায় আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব‍্য চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণকারী স্প্রিং সেমিস্টার ২০১৮ থেকে ফল সেমিস্টার ২০২৪ পর্যন্ত শিক্ষার্থীদের তালিকা অনুমোদন, শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
চতুর্থস সমাবর্তন উপলক্ষে সিলেটে লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়
চতুর্থস সমাবর্তন উপলক্ষে সিলেটে লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়

আসন্ন চতুর্থ সমাবর্তন উপলক্ষে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ৭৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব‍্য চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণকারী স্প্রিং সেমিস্টার ২০১৮ থেকে ফল সেমিস্টার ২০২৪ পর্যন্ত শিক্ষার্থীদের তালিকা অনুমোদন, শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, সরকার মনোনীত সদস্য মোছা. রোখছানা বেগম, লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, দেওয়ান সাকিব আহমেদ, ভিসি মনোনীত সদস‍্য লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, আমন্ত্রিত সদস‍্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং সিন্ডিকেট সভার সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।