কক্সবাজারের চকরিয়ায় সুমন বড়ুয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) ভোরে উপজেলার মানিকপুর ইউনিয়নের মানিকপুর বৌদ্ধ শ্মশান ঘাট এলকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুমন মানিকপু ৩ নম্বর ওয়ার্ডের বৌদ্ধ শ্মশান এলাকার সছিন্দ্র বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মানিকপুর ৩ নম্বর ওয়ার্ডে বৌদ্ধ শ্মশান ঘাট এলাকায় এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা চকরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে সুমন বড়ুয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমন বড়ুয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। আইনিপ্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনিব্যবস্থা নেয়া হবে।