কুমিল্লা শহরতলীর ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট দিয়ে আসামি ধরার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সাথে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রবিন ওয়ারেন্টভুক্ত আসামি। ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়া আরো তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, ‘শনিবার ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। তাকে আটক করলে এ নিয়ে পুলিশ সদস্যদের সাথে স্থানীয় মাদককারবারিদের উত্তেজনা দেখা দেয়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়।’



