ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে গাড়ি চালকের লাশ উদ্ধার

বেলা ১১টার দিকে বড়বাজারের হিমেল হাওয়া নামের ভবনের আন্ডারগ্রাউন্ডের নিচ থে‌কে ওই লাশ উদ্ধার ক‌রা হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
নয়া দিগন্ত

ময়মনসিংহ নগরীর বড়বাজারের নির্মাণাধীন বহুতল ভবন থেকে সুমন মিয়া (৩৩) না‌মে এক গাড়ি চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বড়বাজারের হিমেল হাওয়া নামের ভবনের আন্ডারগ্রাউন্ডের নিচ থে‌কে ওই লাশ উদ্ধার ক‌রা হয়।

নিহত সুমন মিয়া ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মরহুম ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোয়ার মোড় এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়ায় থাকতেন।

নিহতের স্ত্রী ময়না আক্তার জানান, অনেক দিন ধরে এক ব্যাংক কর্মকর্তার প্রাইভেটকার চালান সুমন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে সেই ব্যাংক কর্মকর্তাকে নিয়ে আসছিলেন। কাজ শেষে বাড়ি না ফেরায় স্বামীকে খোঁজ করতে থাকেন। পরে বড়বাজারে লাশ উদ্ধারের খবর পেয়ে ছুটে যান। এ সময় তার স্বামীকে হত্যা করা হয়েছে ধারণা করে ঘটনায় দায়ীদের বিচারের দাবি করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘নির্মাণাধীন ১৩ তলা ভবনটির লিফটের কাজ চলছিল, সম্পূর্ণ জায়গা ছিল ফাঁকা। সুমন মিয়া ওই ভবনেই প্রাইভেট কারটি পার্কিং করে রাখতেন। গাড়িটি পার্কিংয়ে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দুর্ঘটনাজনিত কারণে উপর থেকে পড়ে সুমনের মৃত্যু হয়েছে। তার মাথা, ঘাড় ও হাতের অংশ থেতলে গিয়েছিল। যদিও ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’