শৈলকুপার লাঙ্গলবাঁধে ডাকাতির সময় অস্ত্র ও গুলিসহ আটক ২

রাতে লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে মুক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিক মুক্তার হোসেন ডাকাতের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

মফিজুল ইসলাম, শৈলকূপা (ঝিনাইদহ)

Location :

Shailkupa
উদ্ধার অস্ত্র ও গুলি
উদ্ধার অস্ত্র ও গুলি |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির সময় একটি পাইপগান, তিন রাউন্ড গুলিসহ সাব্বির হোসেন মোল্লা নামে এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে মুক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিক মুক্তার হোসেন ডাকাতের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

আটক সাব্বির রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পারকুল গ্রামের সাবু মোল্লার ছেলে।

লাঙ্গলবাঁধ (মালিথিয়া) ক্যাম্পের এসআই তামিম জানান, আটক সাব্বির মোল্লার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামের জিয়া মন্ডলের ছেলে রাসেল মণ্ডলকে চাপাতিসহ আটক করা হয়। এ ব্যাপারে বাড়ির মালিক রাজিব শাহ জানান, তাদের ভাই-বোনের মধ্যে বাবার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে আমাদের ভাই-বোনের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। সেই ঘটনায় আমার ছোট বোন রুমি খাতুনের স্বামী সন্ত্রাসী রবিউল ইসলাম তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের বাড়িতে ডাকাতি ও আমার ভাইকে হত্যার উদ্দেশে হামলা করলে ডাকাত দলের সদস্য সন্ত্রাসী সাব্বিরকে অস্ত্রসহ ধরে পুলিশের কাছে সোপর্দ করি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকায় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে মামালা দিয়ে আদালতে পাঠানো হবে।