খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মাথায় গুলিবিদ্ধ

খুলনায় এনসিপির বিভাগীয় নেতা মোতালেব শিকদারকে সোনাডাঙ্গায় দুর্বৃত্তরা মাথায় গুলি করেছে; গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
মোতালেব শিকদার
মোতালেব শিকদার |সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার (৪০) মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিক্যালের এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা।

জানা গেছে, গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।