নগরকান্দায় কুমার নদে সেপটিক ট্যাংক উচ্ছেদ, জরিমানা

কুমার নদের দুই পাড়ে স্থাপিত অবৈধ সেপটিক ট্যাংক অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
নদ পাড়ে সেপটিক ট্যাংক
নদ পাড়ে সেপটিক ট্যাংক |নয়া দিগন্ত

পানি দূষণ রোধ করতে ফরিদপুরের নগরকান্দায় কুমার নদের দুই পাড়ে স্থাপিত অবৈধ সেপটিক ট্যাংক (পায়খানা) অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে নিজ উদ্যোগে ট্যাংকগুলো সরিয়ে নেয়ার জন্য আগে থেকেই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে নির্ধারিত সময় পেরিয়ে গেলে উপজেলা প্রশাসন সেগুলো ভেঙে ফেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ অনুযায়ী সংশ্লিষ্ট স্থাপনকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করেন।

তিনি জানান, পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আরো জোরদার করা হবে।

অভিযানে সহায়তা করায় পুলিশ বিভাগ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও।