ঈশ্বরদীতে প্রকাশ্যে মহড়ার পর অস্ত্রসহ গ্রেফতার ৬

ঈশ্বরদী থানার সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটায়। এতে গত ২২ মে পদ্মা নদীর অভ্যন্তরে গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে প্রকাশ্যে মহড়ার পর অস্ত্রসহ গ্রেফতার ৬
ঈশ্বরদীতে প্রকাশ্যে মহড়ার পর অস্ত্রসহ গ্রেফতার ৬ |নয়া দিগন্ত

পাবনা ঈশ্বরদীর পদ্মা নদীর সাঁড়া ঘাট বালুমহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও গোলাগুলির ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) ঈশ্বরদী থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট এলাকায় নদীর কয়েকটি পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন- ইয়াছিন আলী (৩৫), সোনারুল (২৬), হবি মন্ডল (২৬), সাগর প্রাং (২৭), সোহেল প্রাং (২৮) ও মিরাজ প্রাং (২৪)।

তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বলা হয়, কিছুদিন ধরে ঈশ্বরদী থানার সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটায়। এতে গত ২২ মে পদ্মা নদীর অভ্যন্তরে গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ৩১ মে ঈশ্বরদী থানায় মামলা করা হয়। এছাড়া দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনায় ৭ জুন ঈশ্বরদী থানায় আরেকটি মামলা করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ‘অভিযানে সাঁড়া ইউপির ৫ নম্বর ঘাটের ব্লকের কাছে বালু বোঝাই বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে একটি ব্যাডমিন্টন ব্যাটের ব্যাগে একটি লোহার তৈরি সচল ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করা হয়। একইসাথে পানিহাটা নামক ঘাটে ট্রলারে ছাউনির ভেতরে বিছানো তোশকের নিচ থেকে একটি সচল ক্যালিবার ২২ রিভলভার এবং ২২ বোরের ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’