‎পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

‎বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
আহ্বায়ক ও সদস্য সচিব
আহ্বায়ক ও সদস্য সচিব |নয়া দিগন্ত

বিএনপির পিরোজপুর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে ১ম যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

‎বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

‎দলীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা বিএনপিকে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতেই এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

‎নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।