নোয়াখালীতে ১২০ ভরি স্বর্ণ চুরির প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে স্বর্ণ চুরি
নোয়াখালীতে স্বর্ণ চুরি |নয়া দিগন্ত

নোয়াখালীর মাইজদী শহরের সুপার মার্কেটের একটি দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে সুপার মার্কেটের ছয়শত ব্যবসায়ী এ কর্মসূচি পালন করেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান নিলয় জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা ১২০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।

এ সময় দোকান মালিকের ছেলে মেহেরাজ হোসেন নিলয় বলেন, ‘দোকানটি পরিচালনা করি আমি। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে তিন থেকে চারজন দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় দোকানের ডিসপ্লেতে রাখা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে দোকানের মালিক এখনো জানাতে পারেননি কত ভরি স্বর্ণ চুরি হয়েছে।