দোয়ারাবাজারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

মাটি পরিবহনকালে ট্রাক্টরচালক মোবাইলফোন ব্যবহার করছিলেন। এ সময় চালক শিশুটির ওপরে গাড়ি তুলে দেয়। শিশুটির মাথার ওপর দিয়ে ট্রাক্টরের চাকা অতিক্রম করায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। ঘটনার পর ট্রাক্টরচালক দৌঁড়ে পালি যান। পরে স্থানীয়রা দু’টি ট্রাক্টর আটক করে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনের পর তা পরিবহনকালে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তাজুল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম নছরনগর গ্রামের প্রবীণ জামায়াত নেতা আমির আলীর নাতি এবং বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলেও খোলা মাঠে খেলা করছিল শিশু তাজুল ইসলাম। এ সময় মরহুম আসরব আলীর ছেলে ইউনুস আলীর জমি থেকে তারই নিজের বসত-ভিটা ভরাটের জন্য মাটি পরিবহন করছিল মন্তাজনগর গ্রামের মরহুম মমশর আলীর ছেলে আমিনের (৪৫) মালিকানাধীন সোনালী ট্রাক্টর। এ সময় গাড়ির চালক শিশুটির ওপরে ট্রাক্টর তুলে দিলে শিশুটির শরীর থেঁতলে যায়।

স্থানীয়রা জানায়, মাটি পরিবহনকালে ট্রাক্টরচালক মোবাইলফোন ব্যবহার করছিলেন। এ সময় চালক শিশুটির ওপরে গাড়ি তুলে দেয়। শিশুটির মাথার ওপর দিয়ে ট্রাক্টরের চাকা অতিক্রম করায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। ঘটনার পর ট্রাক্টরচালক দৌঁড়ে পালি যান। পরে স্থানীয়রা দু’টি ট্রাক্টর আটক করে।

এদিকে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দোয়ারাবাজার উপজেলায় দিন-রাত বেপরোয়াভাবে ফসলি জমির টপসয়েল কেটে মাটি বিক্রির মহোৎসব চলছে। এতে চলাচলের সড়ক নষ্ট হওয়ার পাশাপাশি ছোট-বড় পরিবহন চলাচলে আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটছে। এতে একাধিক মানুষজন এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।