গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকা দাহ

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকা দাহ
গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকা দাহ |নয়া দিগন্ত

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ শেষে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি) ও সাধারণ জনগণ। বিক্ষোভ চলার সময় অংশগ্রহণকারীরা ফ্যাসিস্ট হাসিনার বিচার চাই, স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে জাতীয় শ্রমিক শক্তির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগকে স্বৈরাচারী ও গণবিরোধী সংগঠন আখ্যা দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের চামচারা হুশিয়ার, সাবধান থাকো। ১৩ তারিখে রাস্তায় নামলে তার ফল ভয়াবহ হবে।

এসময় জাতীয় শ্রমিক শক্তির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি ১৩ নভেম্বর আবারো রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আমরা জনগণের শক্তিতে তাদের প্রতিহত করব। দেশে আর ফ্যাসিবাদ নয়, গণতন্ত্র ও শ্রমজীবী মানুষের মুক্তির রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সরকারের দমননীতি ও গণগ্রেফতারের প্রতিবাদ জানান এবং ১৩ নভেম্বর গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে আহ্বান জানান।

এসময় গাজীপুর মহানগর এনসিপি’র নেতাকর্মী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের অংশগ্রহণে চৌরাস্তা এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।