ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের নিরালা মোড় থেকে বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুরনো বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ, জেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
মিছিল শেষে শহরের পুরনো বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে শহীদ ওসমান হাদির বিদেহী রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।



