পঞ্চগড়ে চলছে মাঝারি শৈত্য প্রবাহ, ঠান্ডায় মানবেতর জীবন

সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ, প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬ থেকে ৮ কিলোমিটার।

আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড়

Location :

Panchagarh
পঞ্চগড়ে মাঝারি শৈত্য প্রবাহ
পঞ্চগড়ে মাঝারি শৈত্য প্রবাহ |নয়া দিগন্ত

পঞ্চগড়ে চলছে মাঝারি শৈত্য প্রবাহ। ঠান্ডায় মানবেতর জীবনযাপন করছে সাধারণ মানুষ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ, প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬ থেকে ৮ কিলোমিটার।

সূত্রে প্রকাশ, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ বাইরে কাজে যেতে পারছে না। সড়ক-মহাসড়কে ট্রাক, বাস, মাইক্রবাস হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। অসহায়-গরীব মানুষজন গাছের পাতা, খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

পুরাতন কাপড়ের দোকানে মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। তুলনামূলকভাবে বেশী দামে বিক্রি হচ্ছে এসব পুরাতন কাপড়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, আজ বুধবার সকাল ৯টায় ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্র এবং বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার চলছে।