তা'মীরুল মিল্লাত টঙ্গীর সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সফিক উল্লাহ মাদানীর ইন্তেকাল

সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে হাদিসের ইলম ছড়িয়ে দেয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
মোহাম্মদ সফিক উল্লাহ মাদানী।
মোহাম্মদ সফিক উল্লাহ মাদানী। |নয়া দিগন্ত

তা'মীরুল মিল্লাত টঙ্গীর সাবেক উপাধ্যক্ষ, ইলমে হাদিসের খেদমতে নিবেদিতপ্রাণ প্রখ্যাত আলেম, গবেষক ও শিক্ষাবিদ মোহাম্মদ সফিক উল্লাহ মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ২০ নভেম্বর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।

১৯৫৫ সালে নোয়াখালীর মাইজদী কোর্টের সোনাপুরে জন্মগ্রহণকারী সফিক উল্লাহ মাদানী দেশের ইসলামী শিক্ষাঙ্গন ও গবেষণায় এক উজ্জ্বল নাম। সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে হাদিসের ইলম ছড়িয়ে দেয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

১৯৯৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় শিক্ষকতা করেন। শেষ সময়ে তিনি প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার হাতে অসংখ্য ছাত্র হাদিস ও ইসলামি জ্ঞানে সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি তিনি আইইএস মসজিদের খতিব এবং ইসলামিক অ্যাডুকেশন সোসাইটি, ঢাকার রিসার্চ স্কলার হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা এবং শিক্ষা বিস্তারে তার অবদান আলেম সমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মুসলিমদের কাছে তাকে করেছে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য। শুক্রবার সকাল ১০টায় টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার বিভিন্ন দায়িত্বশীল এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. হাফিজুর রহমানসহ সাবেক ভিপি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।