গাজীপুরের ৬ রোভারের ১৫০ কিমি পদব্রজে পরিভ্রমণ শুরু

রোববার (২ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের যাত্রা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়া।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
পদযাত্রায় অংশগ্রহণকারী ও অতিথিরা
পদযাত্রায় অংশগ্রহণকারী ও অতিথিরা |নয়া দিগন্ত

রোভার স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গাজীপুরের অবলোকন মুক্ত স্কাউট গ্রুপের ছয়জন রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণে যাত্রা শুরু করেছে।

রোববার (২ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের যাত্রা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়া।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা, গাজীপুর জেলা রোভারের সম্পাদক অধ্যাপক রবিউল আউয়াল, সাবেক জাতীয় উপ-কমিশনার মীর মোহাম্মদ ফারুক, জেলা রোভার স্কাউট লিডার শামীম আহসান, অ্যাডভোকেট ইউসুফ আলী, মিকাইল মোল্লা, ডা: মোস্তফা জামান, তাসলিমা খাতুন, নূর মো: রাকিব, মিনহাজ আল মোক্তাদিরসহ রোভার স্কাউট লিডার ও রোভাররা উপস্থিত ছিলেন।

ছয়জন রোভার পাঁচ দিনে গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করবেন। এসময় তার সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের বাণী বহন করছেন।

গ্রুপে অনন্ত কুমার বর্মন, আতিকুল ইসলাম আকাশ, নাইমুর রহমান শিমুল, আফসানা আক্তার আশা, সুমাইয়া জান্নাত মেঘলা ও মালিহা ফাইরুজ স্নেহা রয়েছেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।