গুরুদাসপুরে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নিহত আজিম রাজীব হোসেনের ছোট ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সড়ক দুর্ঘটনায় আজিম নিহত
সড়ক দুর্ঘটনায় আজিম নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

নাটোরের গুরুদাসপুরে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় আজিম হোসেন (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বেড়গঙ্গারামপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম ওই এলাকার কৃষক রাজীব হোসেনের ছোট ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বেড়গঙ্গারামপুর প্রাইমারি স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, চালক ইজিবাইকটি রেখে পালিয়ে যান।