প্রেমের প্রস্তাব মেনে না নেয়ায় ছুরিকাঘাত, মৃত্যুশয্যায় মাদরাসা ছাত্রী

প্রেমের প্রস্তাব মেনে না নেয়ায় বুকে, মুখে ও হাতে ছুরিকাঘাত; হাসপাতালের বেডে মৃত্যুর পথযাত্রী মাদরাসা ছাত্রী।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
প্রেমের প্রস্তাব মেনে না নেয়ায় ছুরিকাঘাত, মৃত্যুশয্যায় মাদরাসা ছাত্রী
প্রেমের প্রস্তাব মেনে না নেয়ায় ছুরিকাঘাত, মৃত্যুশয্যায় মাদরাসা ছাত্রী

প্রেমের প্রস্তাব মেনে না নেয়ায় বুকে, মুখে ও হাতে ছুরিকাঘাত; গভীর ক্ষত নিয়ে হাসপাতালের বেডে মৃত্যুর পথযাত্রী মাদরাসা ছাত্রী আতোয়ারা (১৫)।

শনিবার (৩ মে) রাতে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপির কলেজ পাড়া গ্রামে। এ ঘটনায় বখাটেকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, মাগুড়া ইউপির কলেজ পাড়া গ্রামের আশেক আলীর ভাগ্নী আতোয়ারা আক্তার হেফজ ক্লাশের ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসা করার সময় প্রতিবেশী রুবেল মিয়ার বখাটে ছেলে শাহজালাল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত।

প্রেমের প্রস্তাব মেনে না নেয়ায় গত শনিবার (৩ মে) রাতে মেয়েটির ঘরে ঢুকে বুকে, মুখে ও হাতে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে ঘরের লোকজন বেড়িয়ে এলে শাহজালাল দৌড়ে পালিয়ে যায়। আতোয়ারাকে তার মামারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার মামা আশেক আলী থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

পুলিশ ওই দিনই বখাটে শাহজালালকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, ‘আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।’