জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষ ও আমার বাবার বন্ধু এবার তারাই হবে আমার নির্বাচনের অ্যাজেন্ট। কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা-বাবার এ ভোট তাদের সন্তানের পক্ষেই হোক। আমরা ৩০০ ভোট পেলেও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। চাঁদাবাজদের কাছে কখনো মাথা নত করব না।’
রোববার (৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার মায়েরা-বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইবোনরা আমার জন্য কাজ করবে। প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেয়ার জন্য পরিবারকে বলে দিয়েছেন।’
তিনি বলেন, ‘এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে—শেখ হাসিনার কথা মনে আছে তো? এ ‘ছুপা নেতাগিরি’ বাংলাদেশে আর চলবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না আমরা যারা নেতা বানাই নেতারা কখনো আমাদের মানুষই মনে করে না। নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল—এ বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানবো না ‘
দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মো: মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা ও শামীম কাওসার।



