আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বকশীগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়ালসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন পত্রটি গ্রহণ করে। এ সময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



