বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, কারখানায় তিন শতাধিক শ্রমিক রয়েছেন। বেতন নিয়ে প্রায় প্রতিমাসেই তালবাহানা করা হয়। গত আগস্ট মাসের বকেয়া বেতন দেয়ার জন্য বেশ কয়েকবার তারিখ করা হলেও তা দিচ্ছেন না। তাছাড়া কিছু অভারটাইম ও নাইটবিলও বকেয়া রয়েছে। এমতাবস্থায় খুব কষ্টে তাদের দিনযাপন করতে হচ্ছে। অবরোধের সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পরেন। পরে ভালুকা মডেল থানা, হাইওয়ে পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে লাভলো আইস্ক্রিম কারখানার শ্রমিকরা বিকেল ৫ টা থেকে পৌনে ৭টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।