টাঙ্গাইলে প্রশিক্ষণরত পুলিশ সদস্য গুলিবিদ্ধ

বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

Location :

Tangail
টাঙ্গাইল
টাঙ্গাইল |ইন্টারনেট

টাঙ্গাইলে মহেড়া পুলিশ টেনিং সেন্টারে প্রশিক্ষণরত এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মোহাম্মদ মাসুম (১৯)।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়।

ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌফিক ইসলাম জানান, সোমবার ভোরে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত অবস্থায় হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মোহাম্মদ মাসুমের (টিআরসি নম্বর ২৬৫২০৪) বামপাশের কাঁধে লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য র‌্যাবের হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।