দীর্ঘ ১২ বছর পর মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন বৃহস্পতিবার

ভোটার ছাড়াও বিএনপির সকল শ্রণির নেতাকর্মী ও উপজেলার সকল শ্রেণির সাধারণ মানুষ নির্বাচনের উৎসব আনন্দ উপভোগ করছেন।

দীর্ঘ ১২ বছর পর মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন বৃহস্পতিবার
দীর্ঘ ১২ বছর পর মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন বৃহস্পতিবার |ছবি : নয়া দিগন্ত

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন। দীর্ঘ ১২ বছর পর এ সম্মেলনকে ঘিরে মোহনগঞ্জ উৎসবের নগরীতে পরিণত হয়েছে। মিটিং, মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাউন্সিলরদের সমর্থন নিজের করে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে পৌরসভার ৬৩৯ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন ও ৪৯৭ জন উপজেলা কাউন্সিলরের ভোটে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে দুইজন প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আ খ ম শফিকুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতান ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি গোলাম এরশাদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর সম্মেলনে সভাপতি প্রার্থী দুইজন সাবেক পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি ফজলুল হক মাসুম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী বর্তমান পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল ও সাবেক পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এস দোহা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটার ছাড়াও বিএনপির সকল শ্রণির নেতাকর্মী ও উপজেলার সকল শ্রেণির সাধারণ মানুষ নির্বাচনের উৎসব আনন্দ উপভোগ করছেন।

আগামীকাল দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।