আ’লীগের দোসর ১৪ দলকেও নির্বাচনে অংশ নিতে দেবে না জনগণ : মুজিবুর রহমান

শুক্রবার বিকেলে বরিশালের নগর ভবনের সামনে কেন্দ্রঘোষিত ৫ দফা গণদাবিকে সামনে রেখে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Location :

Barishal
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা |নয়া দিগন্ত

খালিদ সাইফুল্লাহ, বরিশাল ব্যুরো

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো নয়ই, তাদের দোসর ১৪ দলকেও এ দেশের মজলুম জনতা নির্বাচনে অংশ নিতে দেবে না। পিআর পদ্ধতি ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া দেশে কোনো নির্বাচনের কথা ভাবাই যায় না।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের নগর ভবনের সামনে কেন্দ্রঘোষিত ৫ দফা গণদাবিকে সামনে রেখে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের মানুষ আজ পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিস্ট সরকার হতে দেয়া যাবে না। দাঁড়িপাল্লায় আজ সব মানুষ একত্রিত হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা আদায় করবোই।’

নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে যোগ দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।