ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াতে অফিস উদ্বোধন, জনতার ঢল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার (২৮ নভেম্বর) জামায়াতের সাবেক নায়েবে আমির গোলাম আযমের এলাকায় জামায়াতে ইসলামী বীরগাঁও ইউনিয়ন অফিস উদ্বোধন করেন।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াতে অফিস উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াতে অফিস উদ্বোধন |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াতের সাবেক নায়েবে আমির গোলাম আযমের এলাকায় জামায়াতে ইসলামী বীরগাঁও ইউনিয়ন অফিস উদ্বোধন করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বীরগাঁও বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে জামায়াতে মনোনীত প্রার্থী আইনজীবী আব্দুল বাতেন।

বীরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা আল-আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, জামায়াতে ওলামা সদস্য মাওলানা মাইনউদ্দিন, শিবির উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা, ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আনিছুল ইসলাম, নারায়ণগঞ্জ বাইতুল মাল সম্পাদক আতাউর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসান সরকার এছাড়াও বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইনজীবী আব্দুল বাতেন বলেন, ‘জামায়াতে ইসলাম দল করার অভিযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে গোলাম আযমকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। ঠিক একইভাবে গোলাম আযমের সন্তান মেধাবী সেনা অফিসার আব্দুল্লাহ হিল আযামীকে ৮ বছর আয়না ঘরে বন্দি করে রাখে। পকেটে ইসলামী ডায়েরি রাখাই উপজেলার জাফরপুর কামরুল ইসলামের মাথা থেঁতলে হত্যা করা হয়। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা দিবে সরকার।’

তিনি আরো বলেন, ‘মানুষ ইসলামের দিকে ধাবিত হয় তবে দেশ দুনীতিতে চ্যাম্পিয়ন হবে না। দেশে রেমিট্যান্স বৃদ্ধি করতে হলে আপনার সন্তানকে শিক্ষিত করে তুলতে হবে।’

সভাস্থলে নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের ঢল নামে।