বেতাগীতে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান নিয়ে জনগণের কাছে অবিকৃত বার্তা পৌঁছে দেয়ার প্রত্যয়ে বরগুনার বেতাগী উপজেলায় নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Betagi
বেতাগীতে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বেতাগীতে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন |নয়া দিগন্ত

‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান নিয়ে জনগণের কাছে অবিকৃত বার্তা পৌঁছে দেয়ার প্রত্যেয়ে বরগুনার বেতাগী উপজেলায় নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও কেক কাটা হয়।

বেতাগী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক মো: শাহাদাৎ হোসেন মুন্না ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক লিটন কুমার ঢালী’র সঞ্চালনায় উপজেলা সংবাদদাতা মো: কামাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান কবির, প্রধানবক্তা নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাবেক পৌর বিএনপির সভাপতি মো: আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওয়াহিদুর রহমান, সবুজকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম লাভলু, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান ডব্লিউ, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: আরাফাত রহমান নয়ন। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বেতাগী পৌর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো: ফয়সাল আহমেদ। দোয়া মোনাজাত শেষে কেক কেটে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।