পাথরবোঝাই ট্রাক থেকে ভারতীয় চোরাই পণ্য আটক

এ ঘটনায় ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) ও মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
জব্দকৃত মালামাল
জব্দকৃত মালামাল |নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজারের চারখাই এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য আটক করেছে পুলিশ। এগুলোর আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) ও মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তঘেঁষা জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা থেকে পাথরের আড়ালে ট্রাকভর্তি ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে চারখাই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে পাথর ও অবৈধ কসমেটিকসবোঝাই ট্রাকটি (নং-বগুড়া-ট ১১-২৩৬৯) কসকটখা-লালপুর সেতুর উপর আসার পর পুলিশী চ্যালেঞ্জের মুখে পড়ে। পুলিশ ওই ট্রাকটি আটক করে চারখাই ক্যাম্পে নিয়ে আসে। সেখানে তল্লাশিকালে ৭৪ কার্টন স্কিনশাইন ক্রিম ও ২৮ কার্টন আল্ট্রাব্রাইট কথিত সৌন্দর্যবর্ধন ক্রিম পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেয়া চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন জানান, ‘আটক কসমেটিকস পণ্যের বাজার মূল্য প্রায় দুই কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান ও অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানের তদারকিতে এসব পণ্য আটক করা হয়। অবৈধ পণ্য পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করা হয়েছে।’

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, ‘রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্য নিয়ে যাওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় পাথরের আড়ালে থাকা অবৈধ পণ্য আটক করার পাশাপাশি গ্রেফতার দু’জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।’