তারেক রহমানের জন্মবার্ষিকীতে রাজবাড়ী ছাত্রদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রাজবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার জেলা ছাত্রদলের আয়োজনে দিনব্যপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
তারেক রহমানের জন্মবার্ষিকীতে রাজবাড়ী ছাত্রদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
তারেক রহমানের জন্মবার্ষিকীতে রাজবাড়ী ছাত্রদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প |নয়া দিগন্ত

রাজবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে দিনব্যপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ৬০ প্রকার ওষুধ বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী ডায়াবেটিস হাসপাতালে ওই মেডিক্যাল ক্যাম্পে আটজন বিষেশজ্ঞ ডাক্তার ৫ শতাধিক রোগীকে ডায়াবেটিস, চক্ষু, নাক, কান, গলা,গায়নি ও চর্ম রোগের চিকিৎসা প্রদান করে ওষুধ বিতরণ করেন।

মেডিক্যাল ক্যাম্পের আহ্বায়ক ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান বলেন, ‘আমরা তারেক রহমানের জন্মদিনে অন্য রকম জাঁকজমক আয়োজন না করে তার নির্দেশেই সেবামূলক কাজের অংশ হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছি। এরকম মানবিক ও সেবামূলক কাজ আমরা অব্যহত রাখব।

মেডিক্যাল ক্যাম্পে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন বক্তব্য রাখেন।