রাজবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে দিনব্যপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ৬০ প্রকার ওষুধ বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী ডায়াবেটিস হাসপাতালে ওই মেডিক্যাল ক্যাম্পে আটজন বিষেশজ্ঞ ডাক্তার ৫ শতাধিক রোগীকে ডায়াবেটিস, চক্ষু, নাক, কান, গলা,গায়নি ও চর্ম রোগের চিকিৎসা প্রদান করে ওষুধ বিতরণ করেন।
মেডিক্যাল ক্যাম্পের আহ্বায়ক ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান বলেন, ‘আমরা তারেক রহমানের জন্মদিনে অন্য রকম জাঁকজমক আয়োজন না করে তার নির্দেশেই সেবামূলক কাজের অংশ হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছি। এরকম মানবিক ও সেবামূলক কাজ আমরা অব্যহত রাখব।
মেডিক্যাল ক্যাম্পে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন বক্তব্য রাখেন।



