অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের একটি চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম।
দলীয় প্রতীক ধানের শীষ তার হাতে তুলে দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
এর আগে, গত ৩ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রাথমিক দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই মনোনয়ন প্রত্যাশী নেতারা বিভিন্ন কর্মসূচি চলিয়ে আসছিলেন। অধ্যাপক নজরুল ইসলাম ছাড়াও বিএনপির আরো পাঁচজন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে ১৯৯৬ ও ২০০৬ সালে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফা। এরপর ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।



