ডাকসুর ফল দিয়ে জাতীয় নির্বাচনের ভোট পরিমাপ করা যাবে না : বিএনপি নেতা সাইফুল

এ সময় তিনি রংপুরের প্রতিটি উপজেলা ও পৌরসভায় ওয়ার্ড প্রতিনিধি সভা করে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেয়ারও আহ্বান জানান।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
কথা বলছেন সাইফুল ইসলাম
কথা বলছেন সাইফুল ইসলাম |ছবি : নয়া দিগন্ত

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফল দিয়ে সারাদেশের মানুষের অনুভূতিকে (জাতীয় নির্বাচনের ভোট) পরিমাপ করা যাবে না বলে মন্তব্য করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জের করিমননেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভার ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় সাইফুল ইসলাম আরো বলেন, মানুষ ভোট চায়। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায়। অগতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কোনো ইউনিভার্সিটি অথবা কোনো সমিতি সংস্থার নির্বাচনকে ঘিরে মানুষকে পরিমাপ করা যাবে না। মানুষের অনুভূতি তাদের পছন্দের মার্কায় ভোট দিয়ে তাদের নির্বাচিত করার জন্য ১৬ বছর ধরে সংগ্রাম করছে। এজন্য এই মানুষগুলো ঐক্যবদ্ধ।

তিনি বলেন, তারা বর্তমান সরকারের কাছে একটা নির্বাচন চায়। ফ্রেশ নির্বাচন চায়। এই নির্বাচনকে ঘিরে যারা ষযযন্ত্র করছে। নির্বাচনকে ঘিরে পরিস্থিতি বিভিন্নভাবে ঘোলাটে করে নির্বাচনকে দীর্ঘমেয়াদী করার যে নীলনকশা করছে। এটার বিষয়ে মানুষ সজাগ। তারা দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। আমরা বিশ্বাস করি- গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। একটি সম্মৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণ করবে।

এ সময় তিনি রংপুরের প্রতিটি উপজেলা ও পৌরসভায় ওয়ার্ড প্রতিনিধি সভা করে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেয়ারও আহ্বান জানান।