নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের জলঢাকা-পাগলাপীর মহাসড়কের পাশের এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ভেলারপাড়া গ্রামের এক নারী ঘাস কাটতে গেলে বাশঁঝাড়ে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে তারা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
তারা আরো জানান, ওই ব্যক্তি মুসলিম, তার পরনে হাফশার্ট ও লুঙ্গি ছিল। লুঙ্গির কোচর থেকে ৪৯ হাজার ৭৫০ টাকা পাওয়া গেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মৃত্যুর কারণ ও লাশের পরিচয় এখনো সনাক্ত হয়নি। পরিচয় সনাক্তের জন্য অনুসন্ধান চলছে।