সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোল্যা আবির হোসেনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আবিরকে তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাটের তেঁতুলতলা গ্রামে দাফন করা হয়েছে। এর আগে, বুধবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বুধবার আবির তার বাবার সাথে মোটরসাইকেলে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। পথে বারাকপুর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাদের বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।