জয়পুরহাটের পাঁচবিবিতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বল্টু মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) রাত ৯টায় জয়পুরহাট-হিলি সড়কের আনোয়ারুল ইসলাম চৌধুরীর চাতাল সংলগ্ন চাম্পাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বল্টু মিয়া পাশের দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ফকিরপাড়া মহল্লার মুকুর ছেলে।
স্থানীয়রা জানায়, পাঁচবিবি থেকে মোটরসাইকেলে হিলিতে যাওয়ার পথে চাম্পাইতলী নামক এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বল্টু মিয়া মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। এ সময় স্থানীরা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।