গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নির্বাচনের পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মুক্তিযুদ্ধের ৫ নম্বর সাব-সেক্টর বাঁশতলা–ব্রিটিশ সড়ক নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি ভালো পরিকল্পনা গ্রহণ করা হবে।’
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন 'ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন' শীর্ষক প্রকল্পের আওতায় ছাতক–কাঁঠাখালি হয়ে দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘নির্বাচনের সময় খুবই সীমিত। তাই আপাতত নতুন কোনো পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সড়কটি নিয়ে পরিকল্পিতভাবে উদ্যোগ নেয়া হবে।’
এ সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একজন আন্দোলনের কর্মী হিসেবে বলছি, জুলাই যোদ্ধারা বাংলাদেশের সূর্য সন্তান। জুলাইয়ের কারণেই বাংলাদেশ মুক্ত হয়েছে। তাদের নিরাপত্তার দায়িত্ব সরকার তথা পুরো বাংলাদেশের।’
নির্বাচনের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ইলিয়াস মিয়া, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।



