জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনিভিত্তি প্রদান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিলটি সাভার বাজার বাসস্ট্যান্ডে নিউমার্কেটের সামনে থেকে শুরু হয়ে পাকিজা সংলগ্ন শহীদ ইয়ামিন চত্বর প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিবের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল। সর্বশেষ ২০২৪ সালে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করার পর মুক্তিকামী জনতার প্রতিরোধে দেশ ছেড়ে পালিয়েছে।’
শিবির নেতৃবৃন্দ আরো বলেন, ‘আমরা আজকের সমাবেশ থেকে এই গণহত্যার বিচার ও খুনি হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যদি বিচার নিশ্চিত না করা হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অরাজকতার প্রতিরোধে শিবির মহাসড়কে অবস্থান করছে।



