সাবেক কৃষকলীগ নেতা দোলনের স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণায় বোয়ালমারীতে বিক্ষোভ

‘আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিলেন। শেখ হাসিনার ভ্যানগার্ড ছিলেন। এখন তিনি আবার নির্বাচন করতে চান, ফরিদপুরের জনগণের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

Location :

Boalmari
আরিফুর রহমান দোলনের বিপক্ষে বিক্ষোভ
আরিফুর রহমান দোলনের বিপক্ষে বিক্ষোভ |ছবি : নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান দোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আর এর প্রতিবাদে বোয়ালমারীতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে পথসভায় রূপ নেয়। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বোয়ালমারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শাহাদাত হোসেন অনিক বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ গুম, খুন ও ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল। আমরা শুনতে পেরেছি- আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর, ২০০০ কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে নির্বাচন করতে চায়। তার এই ইচ্ছা ফরিদপুর-১ আসনের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

বোয়ালমারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা জনি বলেন, ‘আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিলেন। শেখ হাসিনার ভ্যানগার্ড ছিলেন। এখন তিনি আবার নির্বাচন করতে চান, ফরিদপুরের জনগণের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’