টাঙ্গাইলের মির্জাপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চল এলাকায় উড়ালপথের নিচে দাঁড়িয়ে থাকা এক নারীকে একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
নিহত নারী ভিক্ষাবৃত্তি করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



