কালিয়াকৈরে চারতলা ভবনের ওপর হেলে পড়েছে ‘মা মঞ্জিল’

ভবনের বিষয়টি রাশেদকে একাধিকবার জানালেও তিনি কর্ণপাত করছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে করে পাশের ভবনের বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মীর মোহাম্মদ ফারুক, কালিয়াকৈর (গাজীপুর)

Location :

Kaliakior
কালিয়াকৈরে চারতলা ভবনের ওপর হেলে পড়েছে ‘মা মঞ্জিল’
কালিয়াকৈরে চারতলা ভবনের ওপর হেলে পড়েছে ‘মা মঞ্জিল’ |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার একটি চারতলা ভবনের ওপর হেলে পড়েছে ‘মা মঞ্জিল’ নামে অপর একটি চারতলা ভবন। এতে ভবন ধসের আশঙ্কা দেখা দিয়েছে, যা প্রাণহানিসহ বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলেছেন স্থানীয় বাসিন্দারা।

কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সফিপুর পশ্চিমপাড়া এলাকা একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা।

এলাকাটিতে কমপক্ষে ১০টি শিল্প কারখানা থাকায় এখানে কয়েক লাখ মানুষের বসবাস। এই এলাকার একটি চারতলা ভবন হেলে পড়েছে পাশের আর একটি ভবনের ওপর।

স্থানীয় বাসিন্দা বাবুল সরকার জানান, সফিপুর মৌজার ৪২১ নম্বর খতিয়ানে,৫৬৩ নম্বর দাগে ৫ শতাংশ জমির ওপর প্রথমে দুইতলা ভবন নির্মাণ করা হয়, যার নাম রাখা হয় মা মঞ্জিল। ২০১০ সালে টাঙ্গাইলের মির্জাপুরের রাশেদ নামের এক ব্যক্তি ভবনটি ক্রয় করেন।

পরে অনুমোদন ছাড়াই ওই দুইতলা ভবনের ওপর অতিরিক্ত দু’টি তলা নির্মাণ করেন বলে স্থানীয়দের অভিযোগ। গত কয়েক মাস ধরে ভবনটি পাশের বাবুল সরকার নামের এক ব্যক্তির চারতলা ভবনের দিকে হেলে পড়ছে।

বিষয়টি রাশেদকে একাধিকবার জানালেও তিনি কর্ণপাত করছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে করে পাশের ভবনের বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে ওই ভবনের মালিককে একটি নোটিশ দেয়া হয়েছে। নিজ উদ্যোগে ভবন অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুমোদনহীনভাবে ভবনের ওপর অতিরিক্ত দুইটি তলা নির্মাণ করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। ফলে ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়েছে। দ্রুত অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের ।