পঞ্চগড়ের দেবীগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। আলোচক ছিলেন বেটস-এর গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস) এনালিস্ট মাহফুজার রহমান।
এছাড়াও কর্মশালায় অংশ নেন উপজেলা প্রকৌশলী শাহরিয়ার শাকিল, কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রকৌশলী, ঠিকাদার ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন, কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব এবং অগ্রাধিকার নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে টেকসই যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।



