জামায়াত জনগণের দল : জাহাঙ্গীর আলম

আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারা ভোট ও দোয়া দিয়ে আমাদের আরো শক্তিশালী করুন।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
গণসংযোগকালে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম
গণসংযোগকালে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম বলেছেন, ‘জামায়াতে ইসলামী জনগণের দল। আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারা ভোট ও দোয়া দিয়ে আমাদের আরো শক্তিশালী করুন।’

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিআরসি মোড়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডা: জাহাঙ্গীর আলম বলেন, ‘একটি দল এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু তারা এমন আচরণ করছে যেন তারা ক্ষমতায় বসেই গেছে। জনগণের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত। এ পরিস্থিতিতে দেশের জনগণ পরিবর্তন চায়। তাই আসন্ন জাতীয় নির্বাচনে গাজীপুর-৩ আসনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে ন্যায়বিচার, গণতন্ত্র ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার সুযোগ দিন।’

গণসংযোগকালে জামায়াতের এ নেতা স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ও জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভা আমির ডা: আনিসুজ্জামান, জামায়াত নেতা মুফতি মাওলানা মো: নাজমুল হক, মো: ছিদ্দিকুর রহমান আকন্দ, মিজানুর রহমান, নাজমুল হাসান শরীফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাসউদুল হাসান মাসুদ এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মো: আব্দুর রউফ। এ সময় জামায়াতের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মো: নজরুল ইসলাম। যা উপস্থিত জনতার মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।